Salma's Poems

একটি রাগান্বিত মেসেজ

৩১/১০/২০২২

গতকাল সারাদিন ঝরঝর করে বৃষ্টি পড়লো
রাস্তাগুলো দারুণ ভাবে ভিজে গেল
জাকারান্ডার বেগুনি রশ্মি আকাশ আর মাটিতে মাখামাখি হয়ে গেল। 
তুমি দরজা বন্ধ করে বসে ছিলে
মোবাইলে ইমেইল চেক করলে
ফেসবুকে কয়েক পাক ঘুরলে
একবার উঠে কি কাপড় গুছিয়ে ছিলে? 
কি জানি হাঁটার শব্দ পেলাম মনে হলো
ক্লান্তিকর পদক্ষেপ
একটু কি কেঁদেছিলেও
একবার বেসিনের আওয়াজ পেলাম মনে হয়:
একটা ঝর্ণার জল বৃষ্টির শব্দে মিশে যাচ্ছে।

এইসব সুন্দর দিনে তাকে পেলেনা বলে
হৃদয়ে তোমার জমা হয়ে গেল যে শতাব্দীর উষ্ণতা
সে কখনো বাস্প হয়ে মেঘ হবেনা
এরকম হাজারটা বৃষ্টি হয়ে নেমেও আসবেনা:
ছোট্ট একটা এসএমএস সেই রাগ 
আমার কাছে পৌঁছে দিল। 

উম্মে সালমা
৩১/১০/২০২২

Leave a comment