Salma's Poems

দি গ্যাপ

চোখের ভেতর দুঃখের জমি
শরীর ছলছল
শতেক নদী বদ্বীপ চুষে
নামছে অনর্গল।

তুমি চেয়ে চেয়ে আছো
বলেই কেবল যাচ্ছো
আমাদের কথা
দুখের জমি কেন নেবে না
এসব প্রাসঙ্গিকতা।

হাতের মাঝে ব্যাথার ছাপ
কাঁধ যে টলমল
হাজার বোঝা শক্তি খেয়ে
বাঁচছে অবিরল।

তুমি বলে বলে যাচ্ছো
যতটুকু পারছো
জীবনের কথা
যার বোঝা সে-ই নেবে
এমন বাস্তবতা।

১৮/১০/২০২২

Leave a comment