Salma's Poems

মাইগ্রেশন এবং ভালোবাসা

আমার জন্য তুমি পাগল ছিলে
একথা যেমন সত্য
তেমনি সত্য হলো
আমার প্রতি ছিলো তোমার প্রচন্ড অবিশ্বাস।
এই পাগলামী আর অবিশ্বাসের মাঝে দাঁড়িয়ে
আমরা বহুবছর পার করে দিলাম।

এরপর কি যে হলো আমাদের
আমরা সিদ্ধান্ত নিলাম দেশ পরিবর্তনের
না রেমিট্যান্স যোদ্ধা হয়ে নয়।
উচ্চাভিলাসী শিক্ষার স্বপ্নে বুঁদ হয়ে।
ইমেইলের স্তূপ মাথায় নিয়ে
অচেনা বন্দরের করিডোরের পর করিডোর পেরিয়ে যখন দেখলাম এক প্রকান্ড প্লেন আমাদের জন্য দাঁড়িয়ে
একপাল অশ্রু নিয়েও
আমরা অবোধ শিশুর মত হাসতে শুরু করলাম।
মনে আছে?
সেই হাসি আকাশসীমা পেরিয়ে
নতুন এক ভূমি পর্যন্ত পৌঁছে গেল।
স্টেডিয়ামের ফ্লাড লাইটের মত
সবকিছু ভাসিয়ে দিলো।

প্রবাস এমন এক তীব্র অপরিচিত যে
সে চেনা অচেনার ছলনা সারিয়ে
আমাদের খুব পরিচিত করে দিলো।

৬/১২/২০২২

Leave a comment