১২/১২/২০২২
তুমি পোস্ট দিয়েছিলে
আমি মন্তব্য করেছিলাম
তারপর শুরু হল এক নিরন্তর যুদ্ধ ।
আমাদের মাঝে।
তুমি লিখছ
আমি লিখছি
সে লিখছে
তিনি লিখছেন
তারা লিখছে
একেকটা কমেন্ট ছেদ করে যাচ্ছে সময় স্থানের বর্ম
শেল হয়ে বিঁধে যাচ্ছে প্রতিপক্ষের বুকে
গোলাবারুদ হয়ে ভেঙ্গে দিচ্ছে সব শান্তি স্বস্তি সম্পর্ক
রক্তে লাল হয়ে উঠছে অন্তরজাল জড়িয়ে থাকা আমাদের হৃদয়।
এই যুদ্ধে ঢাল তলোয়ার নেই
নেই গানপাওডার, রিভলভার, কামান
কিংবা অত্যাধুনিক ড্রন বিমান।
একিলিস কিংবা তিতুমিরের সময়ের মতো
আমি তোমাকে দেখিনা, না তুমি আমাকে
আমার সূর্য যখন অস্ত যাচ্ছে দারুন বৃষ্টিতে
তুমি দুপুরের খাবার খাবে বলে টিফিন বক্স খুলছ
আর যুদ্ধ করছ আমার সাথে
একটি সাইবার মাঠে
একটি ইলেক্ট্রনিক কিবোর্ডে
পাল্টাপাল্টি কথা আর ইমোজির প্রতিস্থাপনে
নিরন্তর
প্রতিটি প্রত্তুত্তরে তোমার মুখে আঁচড়ে পরে বাকা হাসি
আমার হাতে উড়ে বিজয়ীর পতাকা
পারস্পারিক আঘাত করার নেশা
আমাদের একটু একটু করে মাতাল করে দেয়।
এরপর
আমরা একে অন্যকে আর খুঁজে পাইনা
নিঃশব্দে আনফ্রেন্ড করে কিংবা
ব্লক লিস্টে পাঠিয়ে দিয়ে
খুঁজতে থাকি এক ছলনাময় শান্তি।
===x====
