আমার বুকে হাতটি চেপে ধরে
আমি ধরে রাখি
দুঃখগুলো সব
যাদের কলরব
যাদের উৎসব
আমার চোখের জল।
এমন কেন হয়?
ঘরের মায়া ঠাসাঠাসি এমন বিস্ময়
ভুলিয়ে দেয় রাগারাগী ঝগড়া ফ্যাসাদ
অতুল অভিনয়।
আমার চোখে হাতটি চেপে ধরে
ধরে রাখি
কান্নাগুলো সব
যাদের পরব
যাদের বৈভব
যাদের সৌরভ
আমার মুখের নীল উৎপল।
১৬/০২/২০২৩
