Salma's Poems

My poems published in জলঘড়ি ১৯৯৮

খোয়াতে ভেজা ব্যথাতুর খোয়াব

টুপটাপ সারারাত কেটে গেছে চোখ মুছে
ঊহ! পাপড়ির তলে বিচ্ছেদের কঠিন খোয়াব। 

রোদ পোহাতে পোহাতে ধানকাটা বিচালী ছিঁড়েছি কত
খালের কোমল কাদায় পা দাবিয়ে পায়ের মজা
মাছরাঙার কমলা বুকে ভালোবাসার বিখারা
খোলাঝাক পিঠেতে রাব মিশিয়ে খাওয়া 

চলে যাবোঃ 
ফেলে এক নির্মিত কালভারট
এপারে আমি এক নাগুরে হাসি
ওপারে চরের ধুলোয় ধুসরিত হৃদয়। 
চলে যেতে হবে বিস্তৃতির করতল ছুয়ে--
সিঁড়ি ভাঙ্গা, বই, নোট, রিকশার হাওয়া,
নেক্রপোলিশ দালানের সুর। 

ফিচেল সময় একদিন ফিনফিনে স্মৃতির শাড়ী
পরাবে গ্রাম্য ঢঙ্গে আমাকে, 
আমি হবো এক ব্যথাতুর খোয়াব
সুখ-দুখের ফিরিস্তি। 

Written and published in 1998.

Leave a comment