আজকে সত্যিই আর কিছুতে মন বসছে না
কয়েকটি শালিক এইতো কিছুক্ষণ হলো
বারান্দাটা ঘুরে গেলো
অতিরিক্ত রোদে শুকিয়ে যাওয়া মরিচ গাছগুলো
পানির ছোঁয়া পেয়েও পাতা এলিয়ে রাখলো
রোদ মরে গিয়ে একটা শীতার্ত সকাল পানসে হয়ে পড়ে রইলো।
এরকম মন না বসা দিন তোমার কি আসে?
তোমার কি মনে হয়
থাক আজ হাত পা না খুলি
নি:সাড় হয়ে পড়ে থাকি?
নাকি তুমি সদা তৎপর মানুষের মত
সকাল হতে দৌড়াতে দৌড়াতে
একথা সবসময় জানান দিয়ে যাওঃ
জীবন কর্মমুখর?
কি জানি এসব কথা আজ কেন বলছি ?
জীবনের দৌড়ে পিছিয়ে পড়া মানুষ আমি
তবু তোমাদের দেখলে ক্লান্ত লাগে।
আমার শুধু মনে হয় যে মনজিল আমার
সেখানে আমি পৌঁছে যাবোই
হয়ত একটু দেরি হবে।
হয়ত গেটের দারোয়ান আমাকে দেখে বলবে,
“আপা কি পিঁপড়ের গতিতে এসেছেন নাকি?”
আমি শুধু ভাবি জীবনকে অর্থপূর্ণ না করতে চাইলে
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়েও
আমরা আটকা পড়ে থাকবো
জুলকারনাইনের প্রাচীরে বন্দী হয়ে থাকা ইয়াজুজ মাজুজের মতো।
হয়তো এতক্ষণে তোমার রাগ হচ্ছে
মনে মনে হয়তো আমাকে কিছু অপছন্দনীয় উপাধিও দিয়ে দিয়েছ।
কিন্তু মন যদি গতি নিয়ন্ত্রণ করতে না পারে কি হয় বলো?
লন্ডভন্ড হয়ে যায় না জীবন
দুর্দান্ত দূর্ঘটনায়?
হাতের কাজ একটু রেখে
এসো না একটু চুপচাপ বসি আজ
আকাশের তাকিয়ে বলি, আহ কি অমায়িক!
সমুদ্রের দিকে তাকিয়ে বলি, কি গভীর ভালো!
বাতাসের স্পর্শ নিয়ে বলি, কি মায়াবী আপায়্যন!
তারপর হৃদপিন্ডের মেশিনে হাত রেখে চোখ বন্ধ করে ভাবি,
কি করে চলছে এই ধুকপুক জীবন!
আজ না হয় আমার মতো তোমার হোক এক মন না বসা দিন।
তোমার হোক মোবাইলের টুইটার ফেলে
পাখিদের কলকাকলি শোনার দিন।
আমি সপ্নপারের মেয়ে
তোমায় দিকে হাত বাড়ালাম জীবন তরী বেয়ে।
আমি সপ্নপারের নারী
তোমার দিকে এগিয়ে দিলাম কলাপাতার শাড়ী। ভীষণ রকম উম, একলা দিনে জড়িয়ে রাখা বিকেল বেলার ঘুম। সকাল বেলার কথা। তোমার দৌড়ে একটু থামা নরম বিষণ্ণতা ।
২৩/২/২০২৩
টুঅং

