Salma's Poems

যাহা ব্যক্তিগত তাহাই রাজনৈতিক

উম্মে সালমা
১৮/০৫/২০২৩

জমিয়ে রেখো দুঃখগুলো
জমিয়ে রেখো নীল
উড়িয়ে দিয়ো একটি ঘুড়ি
রঙিন ডানার চিল

বললে তুমি এক সকালে
বললে তুমি ক্লান্ত এক দিন পোহালে

বুকের কোথাও ফেলে রেখো
দুঃখগুলো, খুব আড়ালে
কেউ দেখেনি কেউ শোনেনি
অন্ধকারের বেড়াজালে

মাথার ভেতর দপদপদপ
মনের ভেতর কথা
দু'চোখ জুড়ে কান্না ঘুম
দারুন বিষন্নতা

কেমন করে লুকিয়ে রাখি
এক কুঠুরী এক আড়ালে
কেমন করে প্রবোধ দিই এই আমাকে
আহা, কিছু হয়নি বলে?

ভাষা আছে শব্দ আছে
আছে আমার ঠোঁট
রক্ত আর মাংস চেঁচিয়ে ওঠে
যখন আসে নষ্ট কথার চোট

উড়িয়ে দেবো দুঃখগুলো 
ঊড়িয়ে দেবো নীল
ঊড়িয়ে দেবো প্রতিবাদে
সাতশো ডানার চিল।  

শুনছো তুমি এই সকালে?
শুনছো তুমি সামাজিক অন্যায় সব গিলে গিলে?

যে হয়েছো কাঠের পুতুল
যে হচ্ছো একটু একটু ভ্রষ্ট তুমুল
............


		

Leave a comment