Salma's Poems

আবেগের হালখাতা

কিন্তু আমার খাতাটা হাল 
এইতো এই যে গতকাল
কিনে নিয়েছি তুলে নিতে যত 
দেনা পানার হালচাল। 

সতের বছর আগে 
সতের-টি বছর আগে
কোন এক চাঁদ জাগে 
মনটি যখন আকাশ ছিল 
আমাদের অনুরাগে। 

সেদিন কেমন ছিল?
মনে আছে? সে সকাল? 
একটি খাতা হাল
তুমি খুলেছিলে মায়াময় হেসে
এলিয়ে স্বপ্ন জাল? 

সেই খাতাটি ই দেখ
কেমন নতুন ঝকঝকে
দেখে মনে হয় এইতো কিনেছি
কাল ই কিনেছি 
মোড়ের দোকান থেকে।

দেখ দেখ, মলাটটা কত দারুণ
অথচ পৃষ্ঠাসমূহ ?
ভরা 
রাগ অভিমান কষ্ট হিসেবে 
কত কত কাটা ছেঁড়া

তবু
অনেক পাতাই খালি। 
সাদাটে আলি জালি।
হিসেবের স্রোতে জমা হবে বলে
আরো আরো চোরাবালি? 

এই ভয়ে এই ভয়ে 
নতুন বছরে নতুন পাতায় 
ভালোবাসি রয়ে সয়ে ?

১৫/৪/২০২২
বৈশাখে লেখা।

Leave a comment