জানালার পাশে বসে প্রায় প্রতিদিন
কি যে দেখি ভাবি শুধু
এত অমলিন
কেন ঐ গাছটি: যে হলুদিয়া হয়
শীতকাল এসে গেলে
দুটি পাখি হেসে গেলে
এমন প্রনয়?
বারান্দায় বসে থাকি কখনো সখনো
কি যে দেখি ভাবি শুধু
মিষ্টি মাখানো
কেন ঐ গাছগুলো? পাতাময় হয়
শীতকাল এসে গেলে
সব পাতা ঝেড়ে ফেলে
জারুলে জড়ায়?
ওরকম গাছ যদি
আমি হয়ে উঠি
পারবো কি নিতে, আহ,
এই প্রস্তুতি?
জীবনের শীত হবে কাজের সময়
যা যাবার চলে যাবে
যা না হবার না হবে
আমি রব হাসি খুশি
দুচোখের কোলে নেই সুখ অপচয়?
আমি জানি, জানি
জীবনের শীত মানুষ সইতে পারে না
কষ্টের হিম-পাথর বইতে পারে না
বসন্ত প্রিয় তার রোদেলা বিকেল
তবু আমি চাই
দুখের গভীর হিমে জীবনের শীতে
বিপরীত পথে হেঁটে বহুদূর যেতে
হয়ে উঠি সেই গাছ, সেই সব ফুল
যারা ছাড়ে হিম দিনে মুক্তি মুকুল।
৫/০৯/২০২২
Published by Umme Salma
A teacher, a researcher, a learner, a poet in the search for the true self.
View all posts by Umme Salma