Salma's Poems

A Mother’s Mediterranean MindMap

4.

কারে তুমি খোঁজ?

এই এখানে দাঁড়িয়ে ছিল
আমার মানিক মেজো

এই এখানেই হাতটি তাহার আমার হাতের মাঝে
আটকে ছিল চাইনি আমি বোমা যখন বাজে
হারিয়ে যাক আমার মানিক পাথরকুচির ভাঁজে। 
3 Nov 2023

Leave a comment