Salma's Poems

অনেক কথা বলার ছিল বলছি না

অনেক কথা বলার ছিল বলছি না
একলা দুপুর চোখের জলে গলছি না
ভালোবাসার মিথ্যে কথায় টলছি না
আগুন ভরছে হৃদয় তবু জ্বলছি না।

এই যে আমি এই সময়ে
ভাবতে বসি
চলবো নাকি? থেমে যাবো
হিসাব কষি

কষ্ট লাগে এই সময়ে ছুটতে ভীষণ
কষ্ট লাগে এই জীবনে গড়তে এমন

তার উপর বিশ্ব জুড়ে এমন খেলা
শক্তির আর অন্যায়ের আসরবেলা
সময় সময় এমন করে বুক কাঁপায়
দেয় তুলে নিজের ছবি মন আয়নায়

এইসব নিয়ে…

অনেক কথা বলার ছিল পারছি না
নিজের কাছে নিজে তবু হারছি না
মিথ্যে কথার মরীচিকায় মরছি না
বৃষ্টি হয়ে এক আকাশেই ঝরছি না

এই যে আমি এই সময়ে
অস্হির রুপ
খুঁজতে থাকি এলোমেলো
নিজের স্বরূপ।

উম্মে সালমা , ১৬/১১/২০২৩, টুঅং

Leave a comment