Salma's Poems

বেঁচে আছি বেঁচে থেকে

এখনো আকাশের দিকে তাকাতে মন চায়
কাত করে মাথাটাকে
সবুজ একটি মাত্র গাছ দেখতে মন চায়
ভালোলাগে বিনষ্ট হলুদে এখনো হলুদ হয়ে যাইনি ভেবে।
খুব দ্রুত চলে যায় পার হয়ে একে একে
অন্য আরো রিকশা, গাড়ি, বোঝাই ভ্যান...।
কিভাবে যে কুলকুল করে শুনতে পাই
বুকের নাব্য নদীর মোহনার সুর
সবাই সান্ত্বনা দেয় --জটিল জীবন পেয়েও
সহজ সুখের ধ্যান করো না!
পৃথিবী সহজ চোখে দেখি
তবুও মিষ্টির দোকানের প্যাঁচানো মিষ্টান্নটি
কিংবা পত্রিকার পাতার জড়ানো রেখাটানা মেইজ সে
অথবা নীড়ের পাখির কাছে হঠাৎ মধ্যরাতে ঝড়।


উম্মে সালমা
২১/০৯/১৯৯৮
oplus_32

Leave a comment