যতই তুমি বল আমায় আকাশ জল রোদ্দুর
হৈমন্তীর মতো তোমার অনেক কষ্ট ফসল
বরেণ্য বরণ
আর প্রতিক্ষনের স্মরণ
তবু আমার কিছু বৈপরীত্য থাকবেই
তোমায় ক্ষয়িত করে সে ফেলবেই
জানি আমি
আমার মেঘের মতো অভিমানের ভার
তুমি বইতে পারবে না
আমার অযাচিত দুর্নিবার কাব্য পিপাসা
তুমি সইতে পারবে না
আমার একমুখীনতা তোমাকে বিদ্ধ করবেই
আমার উদাসীনতা তোমাকে দগ্ধ করবেই।
যতই বল তুমি আমায় শেফালির শরৎ
বর্ষার মেঘমালা
অমিয় মমতার গহবর
যে গহ্বরে তুমি পতিত হতে হতে তলাতে চাও
তবু কোন এক বিষাদ সময়ে বিরক্তি আসবেই
আমার নীলজল তোমাকে থৈ থৈ ভাসাবেই
নিয়তি আমাদের এই শৃঙ্খলে বাঁধবেই
তাই তো ভালোবাসতে এত ভয়!
উম্মে সালমা
রচনাকাল: ১৮.০৫.১৯৯৬, রাত (কিঞ্চিত পরিমার্জিত)
ছবি: মূল লেখার ছবি
Published by Umme Salma
A teacher, a researcher, a learner, a poet in the search for the true self.
View all posts by Umme Salma