Salma's Poems

এরপরো

যতই তুমি বল আমায় আকাশ জল রোদ্দুর 
হৈমন্তীর মতো তোমার অনেক কষ্ট ফসল
বরেণ্য বরণ
আর প্রতিক্ষনের স্মরণ
তবু আমার কিছু বৈপরীত্য থাকবেই
তোমায় ক্ষয়িত করে সে ফেলবেই

জানি আমি
আমার মেঘের মতো অভিমানের ভার
তুমি বইতে পারবে না
আমার অযাচিত দুর্নিবার কাব্য পিপাসা
তুমি সইতে পারবে না
আমার একমুখীনতা তোমাকে বিদ্ধ করবেই
আমার উদাসীনতা তোমাকে দগ্ধ করবেই।

যতই বল তুমি আমায় শেফালির শরৎ
বর্ষার মেঘমালা
অমিয় মমতার গহবর
যে গহ্বরে তুমি পতিত হতে হতে তলাতে চাও
তবু কোন এক বিষাদ সময়ে বিরক্তি আসবেই
আমার নীলজল তোমাকে থৈ থৈ ভাসাবেই
নিয়তি আমাদের এই শৃঙ্খলে বাঁধবেই

তাই তো ভালোবাসতে এত ভয়!

উম্মে সালমা
রচনাকাল: ১৮.০৫.১৯৯৬, রাত (কিঞ্চিত পরিমার্জিত)
ছবি: মূল লেখার ছবি

Leave a comment