সেই পাঁচদিন
নেট বিহীন
কেমন করে ছিলা,
নীলা?
সেই ছয়জন
আটক যখন
জমেনি কি চোখে
অণু অণু শীলা ?
একটুকু ভুল
ভুলের মাশুল
ঘৃণা আর বিচ্ছেদ
যদি হয়
হাতে হাতে
হাঁটলেই
কাদা পানি
ঘাঁটলেই
বলো না তাকে
প্রেম, বলিও প্রলয়।
উম্মে সালমা
১৩/১১/২০২৪
Poems on July Revolution
