Salma's Poems

শহীদী মৃত্যু

ঐ জগত দেখার মতো ভালো চোখ আমাদের নেই
আমাদের চোখ শুধু জলে ভরে
নদী হয় জনতার জলের সমুদ্র ছোবে বলে

নীলা, বন্ধু আমার,
কেঁদো না
এই অপরাহ্নে বুক ভেঙ্গো না
আমাদের কান্না একান্তই আমাদের
আমাদের সীমাবদ্ধতার

দেখ, এখানেই সব কিছু শেষ নয়
পৃথিবীতে
এই নশ্বর পৃথিবীতে শেষ বলে কিছু নেই

পাতার পচলে মাটিতে উর্বরতা আসে
ফুলের পতন মানেই বীজের আগমন
গাছভর্তি ফলের জন্ম
মা মাকড়সা্র খোলস মানে আগুনতি শিশু

মানুষের নিস্পদিত দেহ ও তেমনি আরেক জগতের হাতছানি

এখানেই সব কিছু শেষ নয়
এটা একটা ট্রানজিট মাত্র
শুরুর পরে যাত্রা বিরতি
আরম্ভের আওয়াজে বিদীর্ণ কণ্ঠ... আমাদের আনন্দ
এসেছে নতুন শিশু

মানুষের নিস্পদিত দেহ তাই কয়েকদিনের বিচ্ছেদ কান্না আর্তনাদ
সুগভীর ঘুম আবার দেখা হবে বলে

কিন্তু নীলা, এইসব মৃত্যু তো আমার তোমার মত নয়
সাদামাটা সাধারণ
একটি অসুখ তারপর শেষ নিশ্বাস

এইসব মৃত্যু কাবিলের হাতে হাবিলের বলী
হিংসার জিঘাংসার অন্যায়ের
এইসব মৃত্যু কি আসলেই মৃত্যু?
তারা কি আসলেই মৃত? আসলেই?

আমাদের সাথে তাদের বিচ্ছেদ সত্যি
সাদা কাফনে জড়িয়ে মাটির বিছানায় শুইয়ে দেয়া সত্যি
জানাজায় শেষ বিদায় সত্যি
আমরা তাদের আর দেখিনা তাও সত্যি
ছুতে পারা জায় না জীবনে জড়ানো যায়না
আমাদের বুক ভেঙ্গে যায়
প্রার্থনার রাতে বয়ে চলে নদী নিরন্তর...

কিন্তু তারা তো আছে আমাদের মাঝে, আছেনা?
আমাদের কি বলা হয়নি
তাদের মৃত বলো না
যারা শহীদ
তারা জীবিত আমরা দেখতে পাইনা ?

ঐ জগত দেখার মতো ভালো চোখ আমাদের নেই
আমাদের পার্থিব চোখ শুধু জলে ভরে
শুধু দেখে যা কিছু নশ্বর ভেঙ্গে যায় শুধু ভেঙ্গে পড়ে
===

ঊম্মে সালমা
২৮/১১/২০২৪

[ ২৬ তারিখে এড। আলিফের শহীদি মৃত্যু স্মরণ করে ]

Leave a comment