ভালোবাসা ও ভালোবাসা
তুমি ধর হাত
তোমাতেই লিখা আছে
আমার রিযিক
আমার বরাত
তুমি ভালোবাসা জেনেছি যেদিন
খুঁজেছি পুস্তকে পলে অনুপলে
কি সে জাগে ভালোবাসা কি সে ফোটে ফুল
কি করে শ্রমে ঘামে ভিজে এক মালি
চাষ করে অচেনা পারুল
ভালোবাসা লোকে বলে হর হামেশা
জানে না সে কি
পোশাকে দামে উঁচু ঝকঝকে তকতকে
একটুও যাচাই করে না
খাঁটি কি মেকি
ভালোবাসা প্রতিদিন ঠোঁটে ঠোঁটে হয়
মাঠে ঘাটে ফোনে কথায় ক্ষুদে বার্তায়
অথচ
নৈরাজ্যের স্ক্রিনে তাকে অহরহ দেখি
ভালোবাসা ও ভালোবাসা
ভাতটুক বাড় তরকারি দাও
রাতটুকু অল্প হতেই
সংসারী সংযত লতাটা বাড়াও
ভালোবাসা ও ভালোবাসা
নিও না কেড়ে মানবীয় ক্ষুদ পিপাসা
বিরহের মিডিয়া খুলে প্রচার করে দিও না
ঐ নারী ঐ পুরুষ মনগুলো ঠাসা
অভিযোগে অভিযোগে
ওরা আজ মানবীয় দুর্বলতায় ভোগে
বিশ্বাস কর ভালোবেসেও সবাই বোঝেনা
ভালোবাসা কি
ভালোবাসা, ধর্ম বলে, নারী পুরুষের মাঝে
ভারী এক চুক্তি
এর বাইরে যা কিছু হারামে আরাম
যা কিছু উপায় উপাদান কথাকলি
শ্রেফ অত্যুক্তি ।
আমরা ফুরিয়ে উঠি এই সব লেনদেন
ঘৃণা জল প্রেম কাম নামে
জানিয়ে দিও ভালোবাসা তুমি নীল
তুমি চিল অবমুক্ত কোন ধরাধামে?
উম্মে সালমা
২৯/১১/২০২৪
টুঅং
