আমাকে কবিতার কথা বলোনা, আমি বেচাইন হয়ে যাই আমাকে কবিতা পড়তে বলোনা, আমি উচাটন হয়ে যাই কবিতার পাপড়ি-ঝরা সৌরভে আমি মুখরিত ছিলাম একদিন আর আজ? কবিতার পাপড়ি-পচা দুর্গন্ধে আমি জর্জরিত আমি কি পচে গেছি তাই কবিতারা পচে গেছে আমার?
কত কত দিন গেলো কেউ দ্বার ধরে হাসলো না কেউ না- না রাত্রির চাঁদ না ভোরের রশ্মি না মেঘের কচড়া না নিঃসীম নীপবন
আমি আর লিখতে পারিনা আমার নার্ভগুলো যেন মরা জমি সৃষ্টির যে মহানুভব নিষেক সেটা আমার গর্ভের কোথাও নেই ব্যথাগুলো গলা পর্যন্ত ঠাসা আর কলমে ছাতা
আমি কাত হয়ে গেছি, উপুড় হয়ে গেছি সাইক্লোন কবলিত এক বৃক্ষের মতো এরপর আমাকে পদদলিত করে গেছে এবং যাচ্ছে না-লেখা কত কত দিন কত কত বছর
কবি এখন কাঁদবে তোমরা এখন সবাই চলে যাও। যাও!
উম্মে সালমা original writing time: ২০০৩, নাইট [slightly edited in 2024]