Salma's Poems

পরমাণু কবিতা

আমি ভালো আছি আমি ভালো নেই
এই সব করে করে তালগোল পাকালেই
ভালো থাকা যায়না
ভালো থাকা একটা নীতির কৌশল
ভালোবাসায় না জমা তিথিময় জল
মুখোমুখি এক আয়না

এখানে
শুধু ভালো থাকতে চাই
বললেই হয়না।

উম্মে সালমা
৭/১২/২০২৪

Leave a comment