Salma's Poems

ফুল এবং জেন্ডার বিষয়ক কচড়া

এই ফুলেরা ফোটে
এই ফুলেরা হাওয়ায় হাওয়ায় লোটে
এই ফুলেরা ফুটতে ফুটতে বাসি
তবু
এই ফুলেদের মুখের কাছে হাসি।‌

এই ফুলেরা দারুন রকম দলে
ফুটতে থাকে সবুজ রঙের ঘাসে
শুকিয়ে যায় রোদের ক্ষরা এলে
তুমুল বৃষ্টি ভাসিয়ে বাগান দিলে ।

এই ফুলেরা নারী!
গায়ে জড়ায় রঙিন রঙিন শাড়ি
দেহের বোঝা মনের ভারে নুয়ে
কি বলে যায় ?
আমি তুমি শুনতে কি আর পারি?

কে বলেছে নারীই হবে ফুল?
সুন্দর সুগন্ধ সংজ্ঞা হবে তার?
কঠিন পাথর শক্ত গ্রানাইটে
থাকে না বুঝি কাদামাটি জল ঝরনার?

তবে?

এই ফুলেরা নর?
গায়ে জড়ায় গ্রামীন পাঞ্জাবি
দেহের ভার মনের বোঝা বয়ে
বলে যায় কত
আমি তুমি এটটু কি আর ভাবি ?

জানিনা কেন
ফুলেদের কাছে এলে
সমাজের এই নরম/কঠিন ভাগ
মনে এসে যায় মনে পড়ে যায়
মানুষদের এলোমেলো মিল অমিলে
ফুলেরা সব প্রশ্ন হয়ে যায়

যদিও ফুলেরা প্রতি বসন্তে ফোটে
পৃথিবী পাহাড়ে দঙলে দঙলে জোটে
যদিও ফুলেরা ফুটতে ফুটতেই বাসি
ক্ষনিক মায়া অনেক বিভেদে, ভাবায় আসি আসি

উম্মে সালমা
২৮/০৯/২০২৩

Leave a comment