ঊম্মে সালমা, ৮/২/১৬
দুঃখগুলো
হুল ফোটালো বুকে চোখে
এলোমেলো।
দুঃখগুলো
হাত ছোঁয়াল ঠোঁটে মুখে
টলোটলো।
দুঃখ ক'টা
টেরাকোটা এঁকে বেঁকে
ঘনঘটা।
দুঃখ ক'টা
ছিটেফোঁটা জীবন জুড়ে
জটিল হাঁটা।
দুঃখ আমার কর্ণফুলীর নীড়
দুঃখ আমার ব্রিসবেনের তীর
দুঃখ আমার
উদলা মাথায় পাগলা চোখের নীর।
