Salma's Poems

নতজানু আত্মাকে বিনম্র অনুরোধ

সত্যের একটি দুর্ভেদ্য চোখ আছে
সেটি সময় ফুঁড়ে সামনে আরো সামনে আরো সামনে
ছড়াতে পারে তার দৃষ্টি...
জানেনা আমার নতজানু আত্মা

সে সুযোগ খুঁজে
সুবিধা চায়
লাভ আর লোভের হিসাবে
এদিক ওদিক
এর কাছে অর কাছে
এ দুয়ার অ দুয়ারে ধর্না দেয় ।

জানেনা কি আমার নতজানু আত্মা
একটি পরাক্রম শক্তি
একটি আরাধ্য শক্তি
যার সাথী হয়
তার জন্য লাগে না কোন জাগতিক বৈঠা

সে অবলীলায় পাড়ি দিতে পারে
লোভের রাজপ্রাসাদ
মোহের বৃন্দাবন
খ্যাতির জলসা
প্রতিষ্ঠার মরুভূমি মরিচীকা

আত্মা আমার!
তুমি কি আকাশ হতে পারো না?
কিংবা সমুদ্র
অথবা পাহাড়!

উম্মে সালমা, ৮/২/১৬

Leave a comment