শুধু একবার
শুধু একবার
যদি এসে যেতো
আমার দুয়ারে
তার হাত ধরে
তার ই হাত ধরে
বলতাম আমি
কত কত দিন স্বপ্নে আমি
দেখেছি তার মুখ
তাহারে ।
তাহারে
আহ আহারে!
কত কত বার
বলতো সে
সবকিছু বোঝো
সব ভালোবাসা
সবটুকু প্রেম
অবিনাশ সুখ
রংধনু রঙ
বাহারে!
শুধু একবার
শুধু একবার
যদি এসে যেতো
সব দুখ ভেঙ্গে
তুলে নিয়ে প্রেম
বলতাম আমি
কত কত রাত স্বপ্নে আমি
দেখেছি তার ই মুখ
তাহারে।
উম্মে সালমা, জানুয়ারী ২৫, ২০১৬
