কথা দিতে পারিনা তোমায় দেবো রোদময় জীবন
অঢেল ধন, মনিমানিক্য, রাশি রাশি সব সোনা;
কথা দিতে পারিনা তোমায় দেবো সহজ সরল পথ
যেখানে নেই বদল আর বয়সের দিন গোনা ।
কিন্তু আমি কথা দিতে পারি এই মন দেবো তোমায়;
চোখের জল সরিয়ে দেবো অমলিন হাসিতে;
প্রেম দেবো যা চির সত্য আর ক্রমাগত বেড়ে যায়;
হাত ধরে চলবো তোমার সাথে প্রতিটি আগামীতে ।
মূল লেখা: মার্ক টোয়েন
অনুবাদ: উম্মে সালমা, 01/01/2025
