আমার অনেক কথা বলার ছিলো তোমার কাছে
আমার অনেক সুখের প্লান ছিলো তোমার সাথে
আমার অনেক অশ্রু ছিলো পঞ্চপাতায়
আমার অনেক যতন করার মন ছিলো নির্জনতায়
আমিতো আর পাবো না সেই তেমন কোরে
নানাসময় নানা স্থানে যখন তখন হঠাত করে
হঠাত হোয়া চোখের কথা মনের কথা খুব কদাচিত
আমার যে খুব ইচ্ছে করে তোমায় একা ডেকে আনি
উগরে দিই ডাগর ব্যথা চোখের পানি
কিন্তু
আমি তোমায় দেখে থমকে দাঁড়াই
অই চোখের দুঃখ কাতরতা ভীষণ ডরাই
তাকে আমি স্পর্শ করে জড়িয়ে ধরে কাঁপন থামাই
যে কাঁপনে আমিও কাঁপি সেও কাঁপে ।
ঊম্মে সালমা, ২৬/১১/৯৮
