Salma's Poems

কতিপয় শায়েরী.

১.
চুপচাপ জিকির করে
নীলিমার নীল
হেঁটে যায় মৌন মুখে
সবটা নিখিল–শরীর শিথিল।

২.
বসে বসে বসে
কত তারা এইতক পড়ে গেল খসে
ভেসে ভেসে ভেসে
ঘাসের দেশের দেখা মেলে অবশেষে?

নীল তুমি বলে যাও রাতভর
এই তারকা বিন্যাসে।

৩.
পাড় ভাঙে নদী ডাঙায় তুফান
নীলাম্বরি খুলে বসে স্মৃতির বাথান
ভাঙাচোরা সুটকেস
এক ফালি মান অভিমান
কাস্টার্ড-ঘন যেই দিনের শিথান।

৪.
চুপচাপ জিকির করে গাছপালা পাখি
রাত্রি দুপুর
কান্নার মতো লাগে
সুদূরের কোন টানে বেদনা মেদুর ?

চুপচাপ আমি কেন
টুপটাপ ঝরি
নীলিমা ফুরায় যাবে রে, বোকা,
দেরী নেই, তৈরি হ, নীলাম্বরি?

উম্মে সালমা
২/২/২০২৫

Leave a comment