Salma's Poems

পৃথিবীর জটিলতম অভিযোগ

আপনি আমাকে ভালো ই বাসেননি
আমি ছিলাম শুধু প্রয়োজন
যখন আপনি দেখলেন
সেই প্রয়োজন
কিছুটা ভাটায়
কাজের ব্যস্ততায়
আপনার আকাশ ছেয়ে গেল
আরেক শিখায় ।

আপনি একবারো ভাবেননি
ভেবেছিলেন কি?
কিভাবে আমি বিক্ষত হবো
যদি ভালোবাসতেন
প্রতিটি পায়ে পায়ে
মনে আসতো আমার কথা
ভাবতেন একটু হলেও
এরপর এরপর কি হবে
কেমনে এরপর আমি চাখবো
প্রেম নামক মধুর চিরতা

সেই আমি
যে আমি দিয়েছি সব জীবন তারুণ্য
আপনার জন্য
আপনার জন্য।

উম্মে সালমা

Leave a comment