Salma's Poems

ভালোবাসাহীন এতো বেশী ভয়

ভালোবাসা হীন দিন এতো বেশী ভয়
রিদয়ের করোটিকায় ক্ষয় আর ক্ষয়
যে পায়ে লায়লা গেছে না গিয়ে সে পায়
মজনু গানের সুরে এ ঠোঁট গায়
প্রিয়তম গান—ইয়া আল্লাহ! তুমি জানো
তোমার অবহেলিত বান্দারে তুমি কাছে টানো
ভালোবাসার মেঘে যার শাড়ী উলটানো পাল্টানো
সেই সে শাড়ী যা তুমিই দিয়েছিলে জোড়াটুকু বুনে
শীতের শুরু শুরু অচেনা দুরু দুরু চর ফাল্গুনে।

তবু আমি কাঁদি
ভালোবাসার বেহাত দিনের কান্নাটা সাধি ।
তবু বলি বস
এই নাও রজ্জু বেশ করে কষ
যেন খুলে না যায় অতশীর মুখ দেখা কোন আয়নায়।

উম্মে সালমা, টুওং, ১০/০২/২০২৫

Leave a comment