Salma's Poems

জনতার অপেক্ষা

৫ আগষ্টের পর…
বহুদিন অপেক্ষা করছি

আমি আমজনতা

ইলিয়াস আলী ফিরে আসবে
মেয়েটি আনন্দ অশ্রু নিয়ে বাবাকে বলবে,
বাবা, তুমি ঠিক এই বুকের ভেতর ছিলে
আপামর জনতার বুকের ভেতর
বাংলাদেশের গভীরে…

আহ!
মাঝে মাঝে মনে হয় স্বপ্নই যদি জীবন হতো !

উম্মে সালমা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

শিরোনাম: আয়নাঘর নিয়ে শোক গাঁথা ( Elegies on the Mirror House)

Leave a comment