বারোশ ত্রিশ দিন
বারোশ ত্রিশ দিন
বারোশ ত্রিশ দিন
ছোট্ট শরীর ছিলো ব্যথায় রঙিন
সুরের মূর্ছনায় যে গলা উড়তো
আঘাতে আঘাতে ছিল জর্জরিত
তার—পর
আর কিছু নয়
ক্রসফায়ার আর
গভীর কবর
বারোশ ত্রিশ সংখ্যা এরপর এরপর
এই বুকের ভেতর
বেদনার ডংকা বাজায় সারারাত ভর!
শিরোনাম: আয়নাঘর নিয়ে শোক গাঁথা (Elegies on Aynaghar)
