তোরা দিস হা হা রিয়েক্ট তোরা বলিস মিথ্যে
টাকার উপর ঘুমিয়ে ছিলি বড়ই সুখি চিত্তে
তাইতো
চোখের উপর ঠুলি ছিল কানের ভেতর তালা
দেখে গেলি খুশি মনে পাগলামি এক পালা
দেখলি না কাকে বলে মানুষ আর মন
নামতে নামতে জড়িয়ে নিলি চরম স্খলন
বললি না তো একজন ও একটু আওয়াজ করে
গুম খুন চলবে না স্বৈরা-চারী জোরে
তোদের
চোখের উপর ঠুলি ছিল কানের ভেতর তালা
নৈলে ঠিকই দেখতে পেতি ইনসেইন এক পালা
দেখতে পেতি কাকে বলে মানুষ আর মন
এক সময়ে থামিয়ে দিতি চরম স্খলন
বলতি তোরা, অনেক হলো আর না আর না
গুম খুন আর দালালিতে পার তো পাবো না
অবশ্য আমি বোকা হায়রে হায় কাকে কি বলি
অন্ধ জ্ঞানের বন্ধ দুয়ার কোন চাবিতে খুলি ?
এমন চাবি গড়িয়ে দেয়
গভীর পাপের অনুতাপ অশ্রু অঞ্জলি…
উম্মে সালমা
১৪/০২/২০২৫
