Salma's Poems

আমি কাঁদলে তোমার গানের কোন কলি থেমে যায়


আমি কাঁদলে
তোমার গানের কোন কলি থেমে যায়
আমি কাঁদলে
তোমার লেখার কোন বুলি ঘেমে যায়
আমি কাঁদলে
তোমার বুকের কোন পালে লাগে ব্যথা
আমি কাঁদলে
তোমার চোখের কোন কোণে জললতা?

নাকি কান্না আমার ক্ষুদ্র পিপিলীকা
চুপচাপ শুধু হাঁটে
নাকি কান্না আমার কালো মৌমাছি
ভাষার বিভ্রাটে

জানিনা আমি জানি না
সংসারের এসব হিসেব নিকাশ
সংসারের এসব বিশ্রী বিন্যাস
মানি না মানি না।

স্বৈরাচারী দলীয় ভালোবাসা না না না।

উম্মে সালমা, ১০/৪/২০২৫, টুঅং

Leave a comment