Salma's Poems

আমার সাথে কথা বলো না

দুপুর
ভালোই বাজে চামচ
বাটি ফ্রাইপেন ছুরিময় সুর
কিছু তরকারী
একা একা কাটি
একাই নিজের মনের পথে টুপটাপ হাঁটি

বিকাল
বিশ্রাম নিতে যাই
খুলে বিবর্ণ সোয়েটার রঙহীন শাল
কর্কশ কম্বল
একা একা পরি
একাই নিজের হৃদস্পন্দনে ব্যথা সহ্য করি

রাত
গড়িয়ে পড়ে ধীরে
চা পাতা দুধ চিনি তবুও বিস্বাদ
নেই ক্ষুধা
একা একা খাই
একাই নিজের হিসেব নিজেকে বোঝাই।

এমন তো কথা ছিলো না
এমন তো কথা ছিলো না

প্লীজ রোদ প্লীজ মেঘ প্লীজ গ্রীষ্ম
শীত বর্ষা বসন্ত সব সব মৌসুম

আমার সাথে কথা বলো না
আমার সাথে কথা বলো না।

===×===

উম্মে সালমা, ৩/১০/২০২৫, টুঅং।

Leave a comment