জানিনা
কেন হাসি
কেন ই বা ভালোবাসি
লোকে বলে অসহায়
বন্দী
তাই করে করেই যায়
সন্ধি
সত্যি কি তাই ?
শুনি
ডানা থাকলে
পায়ের তলায় মাটি থাকলে
অর্থ অবলম্বন থাকলে
মর্যাদাবোধ থাকলে
পালাতে অবশ্যই।
কি জানি
জানিনা
ভেবে মরি
মানি না
বলি তবে কেন এত
আয়োজন
সঙী সঙ্গীত শিল্পায়ন কেন
প্রয়োজন
জীবনের?
একসময় তো একা ছিলাম
বেশ
একসময় তো শূন্যতা ছিল
অশেষ
একসময় খুঁজে বেড়াতাম
ভা-লো-বা-সা
জনপ্রিয় দিল্লীকা লাড্ডু
এবং বাতাসা
সেই যখন পেলাম তবে কেন
কাঁদি?
দুখের কঠোর কঠিন রিমান্ডে
বাঁধি?
সেই যখন পেলেই
কেন এত খোঁচাখুঁচি এত দুঃখ যন্ত্রণা
এত প্রত্যাখ্যান এত অপমান বেদনা?
উত্তর খুঁজতে খুঁজতে…
হাসি
রাগ করে বলি
এক আকাশ ভালোবাসি
আবার কখনো
কাঁদি
দাঁত খিচিয়ে বলি
আরে ধ্যাত!
তোরে কি আমি সাধি?
যে যার মতো থাকুক
বন্ধ করে রাখুক
দরজা যতো মনের
অবারিত প্রাণের
লোকে বলে ফুরিয়ে গেছে
আমিও সই
ভাগ অংকে অবশিষ্ট
খুঁজে রই
নিখোঁজ সুখ দোয়ায় মোনাজাতে
কেন যেন বারবার
ফেরত চাই।
===×===
উম্মে সালমা, টুঅং, ১১/০৯/২০২৫
