মানবিক সম্পর্কের কবিতা, Salma's Poems

প্রশ্নের বিবিধ উত্তর

জীবন মানে নিরিবিলি নিজের
ভেতর থাকা
কেউটে সাপের সিঁড়ি বেয়ে মনের
কোটর ফাঁকা ?
জীবন মানে শ্যান দৃষ্টি তোমার
ইশারাতে রাত
বড় খাট মাঝের বালিশ গুটিয়ে
নেয়া হাত ?
জীবন মানে সরুগলি গুলো ব্যস্ত
হাঁটার পর
অবিশ্বাসের দোলায় চড়া নিজের
বাড়িঘর ?
এমন হলে
হবে?
এমন হলে
অভিমানী
মিষ্টি
কথা কবে?
===×===

উম্মে সালমা, টুঅং, September 22, 2025

Leave a comment