আমাকে ভুলে যাও মেঘ
বেহিসেবি বৃষ্টি নাওয়া
গভীর আবেগ
আমাকে ভুলে যাও রোদ
জাকারান্ডা ঝরিয়ে নেয়া
রক্তাক্ত শোধ
আমি আছি বসে
একটি নক্ষত্র বুঝি পড়ে যায় খসে ।
উম্মে সালমা, টুঅং, ২০২৫ পনের অক্টোবর
আমাকে ভুলে যাও মেঘ
বেহিসেবি বৃষ্টি নাওয়া
গভীর আবেগ
আমাকে ভুলে যাও রোদ
জাকারান্ডা ঝরিয়ে নেয়া
রক্তাক্ত শোধ
আমি আছি বসে
একটি নক্ষত্র বুঝি পড়ে যায় খসে ।
উম্মে সালমা, টুঅং, ২০২৫ পনের অক্টোবর