আমার কেন এমন হয়
মনের ভেতর কল কল
তোমার কথা ভাবলে পরে
অঝর ধারায় চোখের জল?
কেন আমরা মন মানে না
কেন আমার কষ্ট হয়
তোমার কথা পড়লে মনে
সকাল রাত নষ্ট হয়?
আমি বলি বিদায় দেবো
ব্যথা কষ্ট স্মৃতির পাল
বলবো ঘরের দুয়ার বাঁধা
অভিমানে ফুলছে গাল
আমি ভাবি বলবো রেগে
আর রহিনা পথ চেয়ে
বেড়ীবাঁধে আটক নদী
আর যাবেনা স্রোত বেয়ে
তবু
কেন আমার এমন হয়
বুকের ভেতর কলকলাকল
তোমার কথা ভাবলে পরে
ভীষণ ধারায় চোখের জল?
উম্মে সালমা, টুঅং, ৪ নভেম্বর ২০২৫
