মানবিক সম্পর্কের কবিতা, Salma's Poems

যদি এই পেলিক্যান আমি হতাম!

যদি এই পেলিক্যান আমি হতাম!
চিন্তা নেই ভাবনা নেই
অস্থিরতা নেই
আকাশ সমুদ্রের মাঝে কোন এক
অপার্থিব ঢেউয়ের বিছানায় দুলে দুলে
একা একা সুখী

পৃথিবীর যাবতীয় কামড়াকামড়ি হতে দূরে
ভালোবাসা চুরির মহড়া মাড়িয়ে
স্বার্থের রাজনীতি খুব করে ভুলে
যদি এই পেলিক্যান পাখিটি আমি হতাম!

অমিয় চক্রবর্তীর তারা ছাওয়া রাতের শেষে
হালকা রোদের সকালে
তুমি দেখতে পেতে আমি আর নেই

টুঅং এর রাস্তা
পেরিঙ পার্কের মাদুর
কিংবা রোয়িং ক্লাবের বিজন ব্রিসবেনের তীর
যেখানে আমরা বুনেছি কত সুখ দুঃখ কষ্ট কান্না মান অপমানের রুমাল
সে সব চির চেনা পথ শূন্য খাঁ খাঁ

রুটি বেলার পিঁড়ি ডিম ভাজার ফ্রাই প্যান থালাবাটি ধোয়ার সবুজ ফোম
প্রিয় ডিজিটাল ঘড়ি সব পড়ে আছে

পড়ে আছে কুঁচকানো ভ্রু রাগান্বিত কন্ঠস্বর
হৃদয়ের টান বিশ্রী ভ্যাপসা মেসেজ
হাতে হাত খুনসুটি সম্পর্কের বিষন্নতা

সব ছেড়ে
আমি দুলছি
এক মিষ্টি পেলিক্যান হয়ে
ওয়েলিংটনের ঘোলা জলে
মৃদু মন্দ হাওয়ায় হাওয়ায়।

উম্মে সালমা
২৫/১/২০২৫

Leave a comment