সিজদায় মোনাজাতে, Salma's Poems

একজন বিপ্লবীর মৃত্যু এবং একজন লেখকের অক্ষমতা


শহীদ শরীফ ওসমান হাদী
শহীদ শরীফ ওসমান হাদী
শহীদ শরীফ ওসমান হাদী


কে নিয়ে কবিতা লিখবো ভাবতেই
আমার আঙুল অবশ হয়ে আসে
মনে হয় যুগ যুগ ধরে জমে থাকা
হিমাংকের নীচে বরফের মাঝে
আটকা পড়া আমি এক ব্লাক ফিশ
সূর্যের অপেক্ষায় বসে আছি
কখন বরফ গলবে কখন আমার রুপালি আইশ ঝিলিক মারবে রোইদের রশ্মিতে


শহীদ শরীফ ওসমান হাদী


কে নিয়ে কবিতা লিখবো ভাবতেই
আমার চোখ অকান্দনের কান্দনে অন্ধ হয়ে আসে
মনে হয় শত সহস্র জমে থাকা পাঁচ মহাসাগরের গভীরে আমাকে ছুড়ে ফেলা হয়েছে
গভীর নীল জল মৃত্যুর বিভীষিকা নিয়ে
আমার কান নাক মুখ দিয়ে ঢুকছে
আটকে নিচ্ছে আমার উচ্চারিত শব্দাবলি
কোন সাবমেরিন আসছে না এসওএস হয়ে


শহীদ শরীফ ওসমান হাদী


কে নিয়ে কবিতা লিখবো ভাবতেই
আমার নিঃশ্বাস হার্টের রোগীর মতো বন্ধ হয়ে আসে
মনে হয় যিলযাল শুরু হয়ে গেছে
পৃথিবী তার পেট খালি করে বমি করে দিচ্ছে সোনা দানা রুপা জহরত
আদম সন্তানেরা একহাত সূর্যের নীচে ছুটছে উলঙ শরীর ঘর নেই প্রিয়জন নেই
নেই নেককাজ নেই সৎকর্ম কিতাব


আমারতো মৃত হাদী কে কবিতা লেখার কথা ছিলো না
আমারতো সোশাল মিডিয়ার সামনে বসে গোনার কথা ছিলো না
কতলক্ষ লোক হয়েছে হাদীর জানাযায়
আমার তো কথা ছিল না কফিনের তীরে ঝুলে হাদী ছেলের বাবা বাবা ডাক শোনার
আমারতো কথা ছিলো না আততায়ীর ঠিকানা খুঁজতে গোটা দুনিয়া তোলপাড় করে
জল্লাদের আস্তিনের তলে চাপা পড়া সত্যে
ঠক ঠক ঠক করে কাঁপবার


কথা ছিলো দুস্তর বেশুমার
কথা ছিল ৫ আগস্টের পর
আজাদীর আঙরাখা পরবো
সত্যের বাজুবন্দ হাতে বেঁধে
উতল চুলে ঝুলিয়ে শাপলা
ইনকিলাবের উঠোনে বসবো
পড়বো বাংলাদেশী মন মানস আর
গাইবো বিপ্লবের হামদ
নতুন দিনের কাওয়ালী


কথা ছিল আমাদের মনগুলো হবে সীসা ঢালা প্রাচীর
কথা ছিল আমাদের বুঝগুলো শত্রুর সাথেও
ইনসাফের
কথা ছিল বাঙালিয়ানার এলিট গ্লাস সিলিং ভেঙে আমরা উদ্ধার করে আনবো
বাংলাদেশী হেরিটেজের তেরশত নীল পদ্ম
বাংলাদেশ কে বলবো,
আর কেঁদো না, মা, আগুনের দিন শেষ হয়েছে।


হে কাপুরুষ আততায়ী!
হে বিভৎস শয়তান!
আজ তুমি লুকিয়ে আছো কেন?
লজ্জা হয় না
যুদ্ধের ময়দান হতে পালিয়ে গিয়ে?
আমাদের রাজপথের সত্যস্বপ্ন ভেঙে দিয়ে তুমি হেজেমনির গুহায় লুকিয়ে থাকতে?
যদি সাহস থাকে,
কাবীলের মতো অবগুণ্ঠন উন্মোচিত কর।
সম্মুখ শত্রুর মতো শিনা টান করে
আমাদের সামনে এসে দাঁড়াও
বল, কৈফিয়ত দাও,
কেন ওসমানের শির তোমার প্রিয় পুরস্কার?
কেন ওসমানের রক্তে তোমার এত তৃষ্ণা?
কেন ওসমানের মস্তিষ্ক তোমার প্রিয় ভোজ?


আমাদের সম্মুখ সমরে দেখা হবার পর
জনতার আদালতে জবানবন্দির পর
আত্মগ্লানি আর আত্মসমর্পণের পর
অন্যায় হত্যার ন্যায় বিচারের পর


আমি কবিতা লিখবো
বাংলাদেশের আপামর জনসাধারণ কবিতা লিখবে
আমাদের
প্রতিটি কবিতার নাম হবে ওসমান হাদী
প্রতিটি ছন্দের নাম হবে ইনসাফ
প্রতিটি শব্দের নাম হবে ইনকিলাব


কারণ
ওসমান হাদী মানেই ইনসাফ
ওসমান হাদী মানেই আজাদী
একঝাঁক পায়রার খোলা আসমানে ওড়াওড়ি
মেঠো পথ মুক্ত বিহঙ্গ বাংলাদেশ।‌


এর আগ পর্যন্ত যা কিছু আমরা বলবো
সবকিছু গদ্য
বিরস কর্কশ সোজাসুজি

আমরা
সান্তনা শুনতে আসিনি

বিচার চাইতে এসেছি
বিচার চাইতে এসেছি
বিচার চাইতে এসেছি

ন্যায় বিচার
—×—
উম্মে সালমা, ২/৩/২০২৬, টুঅং

Leave a comment