Salma's Poems

প্রজন্মান্তরে ফেব্রুয়ারি ২১

আজ
আমি
সময়ের নদী তীরে
একটুকু থামি

হিরোডাটাস
বলেছিলো
একজনো
পা দিতে পারে না
একি স্রোতে কখনো

বললে বলুক
তাকে পেরিয়ে আজ
আমাদের যাত্রা চলুক
প্রজন্ম থেকে প্রজন্ম জানুক

কিছু সময় হয় সময়াতীত
কিছু অতীত হয় বর্তমান
তারপর
তাদের পাশাপাশি রেখে
বুনতে হয় ঐতিহ্যের নিশান

তাই

আজ
আমি
অতীতের এখন স্রোতে
একটুকু থামি

একটি জাতি হয় দূর্বিনীত
ভাষা বৈষম্যের রাজনীতিতে
তারপর
জড়ায় দেহে তার রক্ত কাফন
হিম হয়ে অবিচারে মৃত্যুর শীতে

জীবনের সোনাঝরা গর্তে ঢুকেনি
হিসেবের খাতা ছিল শূন্য
কি পেলো কি পাবে গুণতে চায়নি
বিলালো জীবন, কি অনন্য!

আজ

আমি
তাই
পরের প্রজন্ম
বেশ একটা থমকে দাঁড়াই

কিছু নাম লিখে রাখি
অনামিকা বুকে আঁকি
প্রাণপণে দোয়া করি
এই অতীত কভু যেন
না ভুলে যাই
অতীতকে না বানাই
নীতিহীন রাজনীতির
একচুলো ছাই

আজ

আমি তাই
উঠে দাঁড়াই
৫২, ৭১, ৯০, ২৪
নামের ফলক টানাই
সবুজ সততা আর ভীষণ সাম্যের
প্রিয় একখান পতাকা ওড়াই

শিরা টান করে বলি
এই আমি এই বাংলাদেশ
আমার শরীরে কত রক্তান্জলি
দিয়ে গেছে মজলুম
জুলুমের প্রতিবাদে
অহরাত্র জেগে থাকা পাখপাখালি


এই দেখ
আমার ব-দ্বীপ শরীরে
প্রতিবাদী পদ্মা সাহসী যমুনা
অহর্নিশ কেমন প্রাগৈতিহাসিক
বয়ে বয়ে চলে তার নমুনা

স্রোতস্বিনী সময়কে ধরে রাখে বুকে
তরঙিত করে কিছু ইতিহাস
প্রিয় কত নাম বারবার ভাসে
মৃত্যুর জলে যারা সাদা রাজহাঁস ।‌

উম্মে সালমা
২১/০২/২০২৫, টুঅং

Salma's Poems

স্বৈরাচারী আচরণ

তোরা দিস হা হা রিয়েক্ট তোরা বলিস মিথ্যে
টাকার উপর ঘুমিয়ে ছিলি বড়ই সুখি চিত্তে


তাইতো


চোখের উপর ঠুলি ছিল কানের ভেতর তালা
দেখে গেলি খুশি মনে পাগলামি এক পালা
দেখলি না কাকে বলে মানুষ আর মন
নামতে নামতে জড়িয়ে নিলি চরম স্খলন
বললি না তো একজন ও একটু আওয়াজ করে
গুম খুন চলবে না স্বৈরা-চারী জোরে

তোদের

চোখের উপর ঠুলি ছিল কানের ভেতর তালা
নৈলে ঠিকই দেখতে পেতি ইনসেইন এক পালা
দেখতে পেতি কাকে বলে মানুষ আর মন
এক সময়ে থামিয়ে দিতি চরম স্খলন
বলতি তোরা, অনেক হলো আর না আর না
গুম খুন আর দালালিতে পার তো পাবো না

অবশ্য আমি বোকা হায়রে হায় কাকে কি বলি
অন্ধ জ্ঞানের বন্ধ দুয়ার কোন চাবিতে খুলি ?

এমন চাবি গড়িয়ে দেয়
গভীর পাপের অনুতাপ অশ্রু অঞ্জলি…

উম্মে সালমা
১৪/০২/২০২৫

Salma's Poems

জনতার অপেক্ষা

৫ আগষ্টের পর…
বহুদিন অপেক্ষা করছি

আমি আমজনতা

ইলিয়াস আলী ফিরে আসবে
মেয়েটি আনন্দ অশ্রু নিয়ে বাবাকে বলবে,
বাবা, তুমি ঠিক এই বুকের ভেতর ছিলে
আপামর জনতার বুকের ভেতর
বাংলাদেশের গভীরে…

আহ!
মাঝে মাঝে মনে হয় স্বপ্নই যদি জীবন হতো !

উম্মে সালমা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

শিরোনাম: আয়নাঘর নিয়ে শোক গাঁথা ( Elegies on the Mirror House)

Salma's Poems

বারোশ ত্রিশ দিন

বারোশ ত্রিশ দিন
বারোশ ত্রিশ দিন
বারোশ ত্রিশ দিন
ছোট্ট শরীর ছিলো ব্যথায় রঙিন
সুরের মূর্ছনায় যে গলা উড়তো
আঘাতে আঘাতে ছিল জর্জরিত

তার—পর
আর কিছু নয়
ক্রসফায়ার আর
গভীর কবর

বারোশ ত্রিশ সংখ্যা এরপর এরপর
এই বুকের ভেতর
বেদনার ডংকা বাজায় সারারাত ভর!

শিরোনাম: আয়নাঘর নিয়ে শোক গাঁথা (Elegies on Aynaghar)

Salma's Poems

ভালোবাসাহীন এতো বেশী ভয়

ভালোবাসা হীন দিন এতো বেশী ভয়
রিদয়ের করোটিকায় ক্ষয় আর ক্ষয়
যে পায়ে লায়লা গেছে না গিয়ে সে পায়
মজনু গানের সুরে এ ঠোঁট গায়
প্রিয়তম গান—ইয়া আল্লাহ! তুমি জানো
তোমার অবহেলিত বান্দারে তুমি কাছে টানো
ভালোবাসার মেঘে যার শাড়ী উলটানো পাল্টানো
সেই সে শাড়ী যা তুমিই দিয়েছিলে জোড়াটুকু বুনে
শীতের শুরু শুরু অচেনা দুরু দুরু চর ফাল্গুনে।

তবু আমি কাঁদি
ভালোবাসার বেহাত দিনের কান্নাটা সাধি ।
তবু বলি বস
এই নাও রজ্জু বেশ করে কষ
যেন খুলে না যায় অতশীর মুখ দেখা কোন আয়নায়।

উম্মে সালমা, টুওং, ১০/০২/২০২৫

Salma's Poems

যে আমি বাংলাদেশ

আমি তোমাকে মন প্রাণ
আর বিশ্বাস দিয়েছিলাম
তুমি তাদের আহত করেছো
বিলাপ হয়েছে তার নাম।

যে শব্দ যে গোপনীয়তা
আমাদের ছিল
তাকে দিয়েছো খুলে
আমার সম্মান হানির
চাবির গোছা
প্রতিবেশীর অঞ্চলে
দিলে তুলে?

বুকের ভেতর যে ব্যথা
কোন ওষুধ তাকে
সারাতে পারে না
চোখের ভেতর যে জল
কোন রুমাল তাকে
সরাতে পারে না

ঠকে গেছি ভালোবেসে
কাছে এসে কাছে এসে
মরে গেছি ভালোবেসে
কাছে ঘেঁষে কাছে ঘেঁষে

কাবিনের কারুকাজে
বৌ সাজে আমি সেজে
যে ঘরে এসেছি
সে ঘরে এক শয়তান
সাদা মতো মুখখান
ডেকে এনেছি

তারপরের গল্প বেহুদা বলা
অন্যের ধনে যার চোখ
সাদাসিধে বেহুলা বোঝেনা
তার নিখুঁত ছলাকলা।

তোমাকে দিয়েছিলাম আমি
আমাকে আমার মানচিত্র
বলেছিলাম দূর্বল হইয়ো না প্রিয়
সাহসে সীমান্ত পাহারা দিও।‌

সীমান্ত দিয়েছো খুলে জলঢাকা
মানচিত্রের মুখ
প্রিয় তুমি অপরূপ বিশ্বাসঘাতক
তার বিচার চলুক…

উম্মে সালমা
২/২/২০২৫

Salma's Poems

পৃথিবীর জটিলতম অভিযোগ

আপনি আমাকে ভালো ই বাসেননি
আমি ছিলাম শুধু প্রয়োজন
যখন আপনি দেখলেন
সেই প্রয়োজন
কিছুটা ভাটায়
কাজের ব্যস্ততায়
আপনার আকাশ ছেয়ে গেল
আরেক শিখায় ।

আপনি একবারো ভাবেননি
ভেবেছিলেন কি?
কিভাবে আমি বিক্ষত হবো
যদি ভালোবাসতেন
প্রতিটি পায়ে পায়ে
মনে আসতো আমার কথা
ভাবতেন একটু হলেও
এরপর এরপর কি হবে
কেমনে এরপর আমি চাখবো
প্রেম নামক মধুর চিরতা

সেই আমি
যে আমি দিয়েছি সব জীবন তারুণ্য
আপনার জন্য
আপনার জন্য।

উম্মে সালমা

Salma's Poems

আমাদের রোগাক্রান্ত ঘর

আমি যখন ভালোবাসি
জীবনভর তোমায়
আমার হৃদয় উড়তে থাকে
পরকীয়ার বোমায়
তোমায় যখন ঘৃণা করি
অন্যরকম জেনে
আরেকটি বার কেন যেন
নিই যে কাছে টেনে

এই যে আমার ভালোবাসার ঘৃণার এত পোকা
আমার খেয়ে বেঁচে থাকা আমায় দিয়ে ধোঁকা

আমার তুমি
আমার তুমি
জারুল ফুলের মালা
আমার তুমি
আমার তুমি
ডিজাইনার দুই বালা

এমন যদি হত
সম্পর্ক ভাঙার বোমা
তুলে দেয়া যেত

মানবসমাজ হতে
কল্যাণের ব্রতে

তোমায় আমি বাসতাম ভালো
সঙোপনে কেউ
আমার ঘরে তুলতো না কেউ
টর্নেডো আর ঢেউ

আমার ঘর আমাদের ঘর
একটি মহীরুহ
গভীরে তার হাজার শিকড়
ডাল পালা সহ

উনিশ বছর ও-লো
রুপিয়ে ছিলাম তুমি আমি
দুই পরিবার যখন
এক ঘরানার হলো

বেহুলার সেই ঘরে
পরিচিত এক সাপ
লক্ষিন্দরের বুকের ছাতি
নাড়িয়ে দেয়া পাপ

এই যে আমার এই প্রশ্ন এই যে যত রাগ
প্রস্ফুটিত জলের মতো ছড়িয়ে যায় তাপ

আগ্নেয়গিরির তাপ
আগ্নেয়াস্ত্রের ভাপ।

উম্মে সালমা ২০২৪

Salma's Poems

কতিপয় শায়েরী.

১.
চুপচাপ জিকির করে
নীলিমার নীল
হেঁটে যায় মৌন মুখে
সবটা নিখিল–শরীর শিথিল।

২.
বসে বসে বসে
কত তারা এইতক পড়ে গেল খসে
ভেসে ভেসে ভেসে
ঘাসের দেশের দেখা মেলে অবশেষে?

নীল তুমি বলে যাও রাতভর
এই তারকা বিন্যাসে।

৩.
পাড় ভাঙে নদী ডাঙায় তুফান
নীলাম্বরি খুলে বসে স্মৃতির বাথান
ভাঙাচোরা সুটকেস
এক ফালি মান অভিমান
কাস্টার্ড-ঘন যেই দিনের শিথান।

৪.
চুপচাপ জিকির করে গাছপালা পাখি
রাত্রি দুপুর
কান্নার মতো লাগে
সুদূরের কোন টানে বেদনা মেদুর ?

চুপচাপ আমি কেন
টুপটাপ ঝরি
নীলিমা ফুরায় যাবে রে, বোকা,
দেরী নেই, তৈরি হ, নীলাম্বরি?

উম্মে সালমা
২/২/২০২৫