মানবিক সম্পর্কের কবিতা, Salma's Poems

যদি এই পেলিক্যান আমি হতাম!

যদি এই পেলিক্যান আমি হতাম!
চিন্তা নেই ভাবনা নেই
অস্থিরতা নেই
আকাশ সমুদ্রের মাঝে কোন এক
অপার্থিব ঢেউয়ের বিছানায় দুলে দুলে
একা একা সুখী

পৃথিবীর যাবতীয় কামড়াকামড়ি হতে দূরে
ভালোবাসা চুরির মহড়া মাড়িয়ে
স্বার্থের রাজনীতি খুব করে ভুলে
যদি এই পেলিক্যান পাখিটি আমি হতাম!

অমিয় চক্রবর্তীর তারা ছাওয়া রাতের শেষে
হালকা রোদের সকালে
তুমি দেখতে পেতে আমি আর নেই

টুঅং এর রাস্তা
পেরিঙ পার্কের মাদুর
কিংবা রোয়িং ক্লাবের বিজন ব্রিসবেনের তীর
যেখানে আমরা বুনেছি কত সুখ দুঃখ কষ্ট কান্না মান অপমানের রুমাল
সে সব চির চেনা পথ শূন্য খাঁ খাঁ

রুটি বেলার পিঁড়ি ডিম ভাজার ফ্রাই প্যান থালাবাটি ধোয়ার সবুজ ফোম
প্রিয় ডিজিটাল ঘড়ি সব পড়ে আছে

পড়ে আছে কুঁচকানো ভ্রু রাগান্বিত কন্ঠস্বর
হৃদয়ের টান বিশ্রী ভ্যাপসা মেসেজ
হাতে হাত খুনসুটি সম্পর্কের বিষন্নতা

সব ছেড়ে
আমি দুলছি
এক মিষ্টি পেলিক্যান হয়ে
ওয়েলিংটনের ঘোলা জলে
মৃদু মন্দ হাওয়ায় হাওয়ায়।

উম্মে সালমা
২৫/১/২০২৫

মানবিক সম্পর্কের কবিতা, Salma's Poems

একটি রোদ শিশু এবং একজন মায়ের মন

ঝকঝকে তকতকে সকাল
মিষ্টি শীতার্ত রোদ
বিছানার পাশে
ছোট্ট শিশুর মতো গড়াগড়ি খেয়ে বলে, ওঠো।
আমি মমতাময়ী মায়ের মতো
রোদ শিশুকে জড়িয়ে ধরি
তার কুয়াশাময় মিষ্টি সুবাসে
হলুদ কোমল শরীরের উষ্ণতায়
নাক ডুবিয়ে হাসতে হাসতে
হঠাৎ ফিরে যাই
মেয়েরা যখন শিশু ছিলো তে…

আহা!
বয়স বাড়ছে
আর সেই সাথে মাতৃত্বের স্বাদ গভীর হচ্ছে
কেন?
বয়স বাড়ছে
আর সেই সাথে মাতৃত্বের টান থিতু হচ্ছে
কেন?

ঝকঝকে তকতকে সকালকে প্রশ্ন করতেই
রোদ শিশু
এলোমেলো আরেকদফা আদর দিয়ে
আমার খাট হতে নেমে গেল

তাকে যে পুরো দুনিয়া চরতে হবে!
—-×—
উম্মে সালমা, টুঅং, May 13

মানবিক সম্পর্কের কবিতা, Salma's Poems

ট্রাডিশনাল বিরহগাঁথা

আমার কেন এমন হয়
মনের ভেতর কল কল
তোমার কথা ভাবলে পরে
অঝর ধারায় চোখের জল?

কেন আমরা মন মানে না
কেন আমার কষ্ট হয়
তোমার কথা পড়লে মনে
সকাল রাত নষ্ট হয়?

আমি বলি বিদায় দেবো
ব্যথা কষ্ট স্মৃতির পাল
বলবো ঘরের দুয়ার বাঁধা
অভিমানে ফুলছে গাল

আমি ভাবি বলবো রেগে
আর রহিনা পথ চেয়ে
বেড়ীবাঁধে আটক নদী
আর যাবেনা স্রোত বেয়ে

তবু

কেন আমার এমন হয়
বুকের ভেতর কলকলাকল
তোমার কথা ভাবলে পরে
ভীষণ ধারায় চোখের জল?

উম্মে সালমা, টুঅং, ৪ নভেম্বর ২০২৫

মানবিক সম্পর্কের কবিতা, Salma's Poems

আমাকে ভুলে যাও মেঘ

আমাকে ভুলে যাও মেঘ
বেহিসেবি বৃষ্টি নাওয়া
গভীর আবেগ
আমাকে ভুলে যাও রোদ
জাকারান্ডা ঝরিয়ে নেয়া
রক্তাক্ত শোধ

আমি আছি বসে
একটি নক্ষত্র বুঝি পড়ে যায় খসে ।

উম্মে সালমা, টুঅং, ২০২৫ পনের অক্টোবর

মানবিক সম্পর্কের কবিতা, Salma's Poems

আমার ব্যর্থতা.

যতবার আমি দূরে যেতে চাই
যতবার বলি রোদ্দুর নেই
সূর্য মামাটা দিন এনে দিয়ে
তেছড়া এক আলো ফেলবেই

যতবার বলি সরে যেতে চাই
যতবার বলি মন ভালো নেই
মোবাইল স্ক্রিন জেগে উঠে গিয়ে
প্রিয় মুখখানা ফের দেখাবেই

শত্রুতা বুঝলে সব শত্রুতা

আমি কাঁদবো
তবু ও আকাশ
ঝলমলে চুল রোদে পাতবেই

তুমি গেছো দূরে
ঝকঝকে রোদ বিকেল বেলা
ঝরে পড়ে ঝরে পড়ে

তুমি গেছো দূরে
সবুজ-হলুদ দিন রাত মিশে
নীল হয়ে ঝরে পড়ে।

====x====

উম্মে সালমা, ৩ জুলাই ২০২৫, টুঅং।

মানবিক সম্পর্কের কবিতা, Salma's Poems

এ এক রহস্যময়তা!

জানিনা
কেন হাসি
কেন ই বা ভালোবাসি

লোকে বলে অসহায়
বন্দী
তাই করে করেই যায়
সন্ধি

সত্যি কি তাই ?

শুনি
ডানা থাকলে
পায়ের তলায় মাটি থাকলে
অর্থ অবলম্বন থাকলে
মর্যাদাবোধ থাকলে
পালাতে অবশ্যই।‌

কি জানি
জানিনা
ভেবে মরি
মানি না

বলি তবে কেন এত
আয়োজন
সঙী সঙ্গীত শিল্পায়ন কেন
প্রয়োজন

জীবনের?

একসময় তো একা ছিলাম
বেশ
একসময় তো শূন্যতা ছিল
অশেষ

একসময় খুঁজে বেড়াতাম
ভা-লো-বা-সা
জনপ্রিয় দিল্লীকা লাড্ডু
এবং বাতাসা

সেই যখন পেলাম তবে কেন
কাঁদি?
দুখের কঠোর কঠিন রিমান্ডে
বাঁধি?

সেই যখন পেলেই
কেন এত খোঁচাখুঁচি এত দুঃখ যন্ত্রণা
এত প্রত্যাখ্যান এত অপমান বেদনা?

উত্তর খুঁজতে খুঁজতে…

হাসি
রাগ করে বলি
এক আকাশ ভালোবাসি

আবার কখনো
কাঁদি
দাঁত খিচিয়ে বলি
আরে ধ্যাত!
তোরে কি আমি সাধি?

যে যার মতো থাকুক
বন্ধ করে রাখুক
দরজা যতো মনের
অবারিত প্রাণের

লোকে বলে ফুরিয়ে গেছে
আমিও সই
ভাগ অংকে অবশিষ্ট
খুঁজে রই

নিখোঁজ সুখ দোয়ায় মোনাজাতে
কেন যেন বারবার
ফেরত চাই।
===×===
উম্মে সালমা, টুঅং, ১১/০৯/২০২৫

মানবিক সম্পর্কের কবিতা, Salma's Poems

প্রশ্নের বিবিধ উত্তর

জীবন মানে নিরিবিলি নিজের
ভেতর থাকা
কেউটে সাপের সিঁড়ি বেয়ে মনের
কোটর ফাঁকা ?
জীবন মানে শ্যান দৃষ্টি তোমার
ইশারাতে রাত
বড় খাট মাঝের বালিশ গুটিয়ে
নেয়া হাত ?
জীবন মানে সরুগলি গুলো ব্যস্ত
হাঁটার পর
অবিশ্বাসের দোলায় চড়া নিজের
বাড়িঘর ?
এমন হলে
হবে?
এমন হলে
অভিমানী
মিষ্টি
কথা কবে?
===×===

উম্মে সালমা, টুঅং, September 22, 2025