ভাল্লগেনা বললো সকাল
ভাল্লাগে না বললো দিন
ভাল্লাগে না বুঝিয়ে দিলো
বুকের ভেতর চিন চিন
ভাল্লাগে না বললো বিকাল
বললো এসে লেকের হাঁস
ভাল্লাগে না বাজিয়ে গেল
শূন্য বালিশ আরেক পাশ
ভাল্লাগে না বললো জুলাই
বললো এসে বেগুনি দিন
ভাল্লাগে না তুনিয়ে তুলে
ভিডিও কলে মিন মিন
কি যে আপদ হলো
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত এমন করেই গেলো
কি যে বিপদ হলো
দোয়া করার সময়গুলো কেঁদে কেঁদে ই গেলো
দুঃখ ঘেরা পৃথিবীকে বেসে ভালো নিরন্তর
ভেসে আছি ডুবে আছি তুমি আমি প্রানান্তর
এই ভেবেও
ভাল্লাগে না, ধ্যাত!
===×===
উম্মে সালমা, ৫/১০/২০২৫, টুঅং
